শিক্ষায় সিএসআরের ধারণা বদলাতে চাই
বাংলাদেশের সুশিক্ষিত আগামী প্রজন্মের সাথে স্বশিক্ষিত মানুষ গড়ার প্রতিষ্ঠান হতে চায় হুইসেল কিডস উপহার
হুইসেল কিডস উপহার, একটি অলাভজনক ও অবানিজ্যিক প্রতিষ্ঠান। আমরা কোন এনজিও নই৷ দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই জন্ম হুইসেল কিডস উপহার-এর৷
প্রথাগত শিক্ষা ব্যবস্থা আর নৈতিকতাহীন সামাজিক অবস্থানের প্রাচীর ডিঙিয়ে আমরা বাংলাদেশের আগামীকে নিবিড় ও পরিশীলিত করে তুলতে চাই।
বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা ইতোমধ্যে ছড়িয়ে দিয়েছি আমাদের সদস্যদের যারা বছরব্যাপী আলোকিত শিশুদের জন্য আয়োজন করে চলেছেন নানা আয়োজন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা আমাদের আলোকিত শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বলতর করে তুলতে সচেষ্ট প্রতি মুহুর্তে।

শিশুদের শিক্ষা ও গ্রোথ নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই, শিশুদের এগিয়ে যাওয়ার পথে মূখ্য ভূমিকায় থাকতে।

আরেফিন দিপু
সিইওশিশু শিক্ষাই আমাদের প্রধান লক্ষ্য
আমাদের দায়বদ্ধতা

শিক্ষা প্রধান লক্ষ্য
শিক্ষা আমাদের লক্ষ্য নয়, হাতিয়ার। শিক্ষা আমাদের উপায় নয়, অধিকার। আমরা এই শিক্ষার এক্সেস বা প্রবেশাধিকারটুকু সবাইকে দিতে চাই।

টেকসই সহায়তা
আমরা দায়িত্ব নিয়ে আমাদের শিক্ষা সহায়তার সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করবো। শিক্ষায় বিনিয়োগ যে সেরা বিনিয়োগ এটা আমরা দেখাতে বদ্ধপরিকর৷

ভবিষ্যৎমুখী পদক্ষেপ
প্রযুক্তি আর দক্ষতা নির্ভর উপহারই আমাদের উদ্দেশ্য। শিক্ষা যদি সেরা বিনিয়োগ হয়, প্রযুক্তি নিশ্চিত তার সেরা সৈন্য। আমাদের ভবিষ্যৎ হবে সব শিশুর প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা।

সঠিক ব্যক্তিকে সহায়তা
সহায়তা অপাত্রে নয়, সুপাত্রেই যাবে। আপনার উপহার আমাদের কাছে আমানতের মতোই। আপনার উপহারেই তৈরি হবে ভবিষ্যত আলোকিত শিশুরা৷
আমাদের সহযোগি হতে পারেন
হুইসেলের সাথে যুক্ত হোন। হয়ে উঠুন বর্তমান সময়ের আলোচিত হিরো
আপনার উপহার আমরা টেকসই উপায়ে পৌঁছে দিতে চাই শিশুদের হাতে বা স্কুলে বা অন্য কোন প্রতিষ্ঠানে। হ্যাঁ, লজিস্টিক প্রোভাইডার আমরাই হবো। আপনিও যুক্ত হতে পারেন একটি আলোকিত শিশুর সাথে।
আমাদের সহায়তা পেয়েছে
0%
আমাদের লক্ষ্য পূরণ হয়েছে
0%