শিক্ষা আমাদের লক্ষ্য নয়, হাতিয়ার। শিক্ষা আমাদের উপায় নয়, অধিকার। আমরা এই শিক্ষার এক্সেস বা প্রবেশাধিকারটুকু সবাইকে দিতে চাই।
কী ধরণের সহায়তা আমরা করি?
আমরা দায়িত্ব নিয়ে আমাদের শিক্ষা সহায়তার সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করবো। শিক্ষায় বিনিয়োগ যে সেরা বিনিয়োগ এটা আমরা দেখাতে বদ্ধপরিকর৷
হুইসেল উপহার ফান্ড কি ভবিষ্যতের চাহিদার কথা ভাবে?
প্রযুক্তি আর দক্ষতা নির্ভর উপহারই আমাদের উদ্দেশ্য। শিক্ষা যদি সেরা বিনিয়োগ হয়, প্রযুক্তি নিশ্চিত তার সেরা সৈন্য। আমাদের ভবিষ্যৎ হবে সব শিশুর প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করা।
এই ফান্ডের জবাবদিহিতা কেমন?
সহায়তা অপাত্রে নয়, সুপাত্রেই যাবে। আপনার উপহার আমাদের কাছে আমানতের মতোই। আপনার উপহারেই তৈরি হবে ভবিষ্যত আলোকিত শিশুরা৷