উপহার
শিশুদের শিক্ষার জগত আনন্দময় করতে টীম হুইসেল অনন্য দক্ষতায় কাজ করে যাচ্ছে। আমরা চাই আনন্দময় একটা শিক্ষাজগত তৈরী করতে। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ‘ সর্বোচ্চ হাসিমুখে সবটুকু উচ্ছ্বাস ‘।
আমরা চাই এই হাসিমুখ বিস্তৃত হবে ৬৪ জেলায়, ৫৬ হাজার বর্গমাইলের পুরোটা জুড়ে। এই হাসিমুখে গড়ে উঠবে হুইসেলের পুরো জগত।
শিক্ষা দীক্ষার পাশাপাশি টীম হুইসেল কাজ করবে হাসিমুখের এম্বাসেডর হয়েও।
শিশু দিবসে যেমন টীম হুইসেল বেলুন উৎসব এর বার্তা নিয়ে হাজির হলো। আমরা হাসিমুখের সওয়ারী হবো আপনাদের উপহারেই।
হাসিমুখের ফল্গুধারা ছড়িয়ে যাক।