Contacts

92 Bowery St., NY 10013

thepascal@mail.com

+1 800 123 456 789

ভবিষ্যতের পৃথিবীতে সুদূর স্থানে নিজেকে টিকিয়ে রাখার জন্য অদম্য আয়োজনে ছুটে চলছি আমরা সকলেই। নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সম্পূর্ণ আয়োজনেই মেতে থাকেন পৃথিবীর বাবা- মা। বর্তমান বাস্তবতায় ভবিষ্যতের হাতছানিকে মুঠোয় পুরে প্রচন্ড প্রতিযোগিতার মাঝে চোখ, কান ও মুখ বুঝে গতানুগতিক জীবন ধারায় পরিস্ফুটিত হতে পারছে না সুপ্ত প্রতিভা গুলো। 
 
সময়ের নির্দিষ্ট গতিময় এক নিয়ন্ত্রিত বাহনের সাথে পাল্লা দিয়ে আমরা আমাদের সেই মেধাবী শিশু কিশোরদের সক্ষমতাকে করে তুলছি প্রশ্নবিদ্ধ, অথচ শিক্ষা আয়োজনের পাশাপাশি শিশু কিশোরদের সকল প্রকার সাংস্কৃতিক, শৈল্পিক ও ক্রীড়া ব্যবস্থাপনার মিশ্র চর্চা তাদের শৈশব থেকেই নিয়ে যায় উচ্চতর ভিন্ন এক মাত্রায়। 
আমরা বিশ্বাস করি, ঐতিহ্যগত ভাবেই আমরা ধারণ করেছি অশুদ্ধের বিরুদ্ধে শুদ্ধের লড়াই, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই, হুইসেল এর “কিডস উপহার ” খুলে দিতে চায় সব বন্ধ দুয়ার, আলোকিত করে তুলতে চায় আমাদের আগামীর সব সম্ভাবনাকে৷ 
 
আমরা নিশ্চিত, আমাদের এই শুদ্ধতম লড়াইয়ে আমরা আপনাকে পাশে পাব, সকলের সম্মিলিত আলোকবার্তিকা আমাদের আগামীকে উজ্জলতর করুক৷ 

বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৩১.৫% দারিদ্র্যসীমার নিচে বাস করে। এটি বিশ্বের অন্যতম দরিদ্র, স্বল্পোন্নত দেশ। সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা দিনমজুর, জেলে, ভূমিহীন কৃষক, ভ্যান বা রিকশা চালক, নৌকাচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে মানবেতর জীবন যাপন করে। শিশুরা প্রায়ই দশ বছর বয়সেই কাজ শুরু করে। বাংলাদেশের শিশুদের অন্যতম প্রধান সমস্যা হল নিম্ন সাক্ষরতার হার (নারীর জন্য আরও কম ৫৮.৫%) এবং স্কুলের সীমিত প্রাপ্যতা। স্কুলের ফি দরিদ্র পরিবারের জন্য অগ্রাধিকার নয়।

  • ১৫-১৯ বছর বয়সী ৩২% মেয়ের বিয়ে হয় এবং ১২ জনের মধ্যে ১ জন সন্তান জন্ম দেয়
  • ১৫+ বয়সী ৩০% মেয়েরা পড়তে এবং লিখতে অক্ষম
  • ২৮% শিশু অপুষ্টির শিকার
  • ২৮% শিশু স্কুল থেকে ঝরে পড়ে
  • ২৪% মানুষ দরিদ্র্যতার মধ্যে বাস করে

বাংলাদেশে শিশুশ্রম খুবই সাধারণ। কর্মক্ষেত্রে ৫ থেকে ১৪ বছর বয়সী ৪৭ লাখ বা ১২.৬% শিশু। শিশু শ্রমিকদের মধ্যে ৮৩% গ্রামীণ এলাকায় এবং ১৭% শহরে কাজ করে। ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অনুমান করেছে যে ৩,৮০,০০০ গৃহহীন শিশু, তাদের মধ্যে ৫৫% শুধুমাত্র ঢাকা শহরে। তারা একটি দুর্বিষহ জীবনের সম্মুখীন হয়, দারিদ্র্যের দুষ্ট চক্রে আটকা পড়ে, মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত হয় এবং ক্ষীণ সম্ভাবনা নিয়ে কেউ কেউ অপরাধের দিকে ঝুঁকে পড়ে। বাংলাদেশে প্রায় ৪৪,০০,০০০ এতিম শিশু রয়েছে।

তাদের শিক্ষায় এগিয়ে নিতে আপনার দেওয়ার মাধ্যম টা হতে পারে হুইসেল উপহার ফান্ড! আপনার উপহার আমরা টেকসই উপায়ে পৌঁছে দিতে চাই শিশুদের হাতে বা স্কুলে বা অন্য কোন প্রতিষ্ঠানে। হ্যাঁ, লজিস্টিক প্রোভাইডার আমরাই হবো।