উপহার
আসলে শিশুরাই পৃথিবীর সবচেয়ে বড় উপহার। তাদের চেয়ে বড় উপহার আর কি-ই বা হতে পারে। তারপরও উপহার সম্ভবত শিশুরাই সবচেয়ে বেশী পায়। তাদের সাথেই উপহার সবচেয়ে বেশী যায়।
হুইসেলের এটা একটা ছোট্ট সেগমেন্ট, তবে বিশ্বাস রাখি এটা সহসাই বটবৃক্ষে পরিণত হবে।
হুইসেল ক্রাফট সামগ্রী নিয়ে হাজির হয়েছিলো একদল আলোকিত শিশুর সামনে। ক্রাফটের কোন সংজ্ঞা নেই, যে কোন কিছুই হতে পারে ক্রাফট। শিশুদের আনন্দেরও আসলে কোন সীমা -পরিসীমা নেই। যে কোন কিছুতেই চোখগুলো আনন্দ খুঁজে ফেরে।
আর আনন্দের ফেরীওয়ালা হতে বদ্ধপরিকর হুইসেল। তবে সেটা একটা কিন্তু পেরিয়েই সম্ভব…..
কিন্তুটা অতি বড় কিছু নয়। আসলে আমরা এই আনন্দ ছড়িয়ে দিচ্ছি কেবল উপহার এ ভর করে। শিশুদের আনন্দের সীমা-পরিসীমা যেমন নেই,তেমনি হুইসেলের উপহারের কাজেও ছোট বড় নেই কিন্তু।
আমরা চাই, আনন্দের ভাগীদার আপনিও হোন। আনন্দ নাকি শেয়ার করলেই বাড়ে।