বেলুন উৎসব! নতুন কিছু নয়। তবে চেষ্টাটুকু নতুন। ইউনিক কিছু নয়। তবে চেষ্টা টুকু ইউনিক। অন্যরকম এটাও বলছি না।তবে অনুভূতিটা অন্যরকম। ভিন্ন কিছু, তাও বলছি না। তবে আমাদের লক্ষ্য অবশ্যই ভিন্ন।
একটাই উদ্দেশ্য হুইসেলের। আলোকিত একটি শিশুও বাদ যাবে না এই প্রক্রিয়া থেকে।আলোকিত প্রতিটি শিশুর পরিচয় হবে হুইসেলিয়ান। প্রতিটি শিশুর হাতেই থাকবে হুইসেলের বেলুন।
আসলেই তো। আলোকিত শিশুদের গল্প শোনাতে গেলে খুব বেশী কিছু কি লাগে? সামান্য একটু ফ্যান্টাসি যোগ করলেই বাচ্চারা মোহিত হয়ে যায়।
এই বেলুন উৎসব তাই সামান্য হলেও আসলে অসামান্য।
এই বেলুন গুলোকে রূপক অর্থে যদি দেখি তাহলে কি হবে একবার বলেন তো? এই বেলুন কে একটু বাতাস ( রসদ) দিলেই তা ফুলে ফেঁপে উঠে। বাচ্চারাও তেমনই, এদের রসদ দিলে এরা ডানা মেলবেই।
ডানা মেলার এই গল্পে বেলুন একটা উপাদান মাত্র। একটা রসদ মাত্র। শুধু বেলুন নয়, আরো যা যা দরকার, শিশুদের উৎকর্ষতায় সবই করা হবে।
গল্পে, আড্ডায়, সৃজনশীলতায় হুইসেল আওয়াজ দিয়েই যাবে।
এই গল্প, এই প্রত্যাশা সবারই হোক।